top of page

ভয়ঙ্কর রূপ নিয়েছে ফুলহর, নদীপাড়ে ভাঙন অব্যাহত

গঙ্গা নদীর জল ফুলহর নদীতে প্রবেশ করায় নদীর জল বিপদসীমার ওপর বইতে শুরু করেছে। এর ফলে নদীর দুই প্রান্তে ভাঙন অব্যাহত। নদীর ধারে থাকা বেশিরভাগ বসতবাড়ি জলের তলায়। নদীর ভাঙনের ফলে এলাকাবাসীদের ঘুম উড়েছে। এই কঠিন পরিস্থিতিতে এলাকাবাসীদের পাশে দাঁড়ালেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য জামিল ফেরদৌস সহ অন্যান্য সিপিএম নেতৃত্বেরা।



রাজ্য কমিটির সদস্য জামিল ফেরদৌস জানান, মালদা জেলার অন্যতম নদী ফুলহর। এই নদী এবছর আগ্রাসী ভূমিকা পালন করবে তা কারও জানা ছিল না। এবছর নদীর জলস্তর বেড়ে যাওয়ার ফলে ভয়ঙ্কর রূপ নিয়েছে ফুলহর। নদীর জলে ডুবে গেছে একাধিক বসতবাড়ি। এলাকার চাষযোগ্য বহু জমি এখন জলের তলায়। জলের তলায় রাস্তাঘাটও। যাতায়াতের অবলম্বন শুধু নৌকা। হরিশ্চন্দ্রপুর-২ নম্বর ব্লকের ইসলামপুর গ্রামপঞ্চায়েতের ভাকুরিয়া, উত্তর ও দক্ষিণ বুথের বেশ কিছু এলাকা আমরা পরিদর্শন করেছি। প্রচুর মানুষের বাড়িতে জল ঢুকেছে। এই পরিস্থিতিতে মানুষ খাদ্য, বাসস্থানের জন্য হাহাকার করছে। অবিলম্বে তাদের ক্ষতিপূরণ সহ পর্যাপ্ত পরিমাণে খাদ্য, গৃহনির্মাণ ও গবাদি পশুর খাদ্যের ব্যবস্থা করার দাবি করছি।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page