top of page

দুস্থ পরিবারের পাশে মেডিকেল সুপার

দুস্থ পরিবারের পাশে দাঁড়াল মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। মৃত্যুর পরে আর্থিক অভাবে মৃতদেহ বাড়ি নিয়ে যেতে পারছিলেন না পরিবারের লোকজন। অবশেষে বিনামূল্যে শববাহী গাড়ির ব্যবস্থা করেন মেডিকেল কলেজের সুপার পূরঞ্জয় সাহা।জানা গিয়েছে, গত ২২ দিন আগে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন মোথাবাড়ির কুরিয়াটাইড়ের বাসিন্দা রেজিনা বেওয়া (৮৫)। সেই সময় থেকে মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন তিনি। কয়েকদিন আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সিসিইউয়ে স্থানান্তরিত করা হয় রেজিনা বেওয়াকে। অবশেষে গতকাল বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। টাকার অভাবে মৃতদেহ ফিরিয়ে নিয়ে যেতে পারছিলেন না পরিবারের লোকজন। অবশেষে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মেডিকেল কলেজ সুপার। তাঁর উদ্যোগেই শববাহী গাড়িতে মৃতদেহ ফিরিয়ে নিয়ে যান পরিবারের লোকজন।


[ আরও খবরঃ ইংল্যান্ডের মাটিতে মালদার নাম উজ্জ্বল আলিশার ]আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page