top of page

পুলিশের নামে ভুয়ো অ্যাকাউন্ট, তোলাবাজির অভিযোগ

পুলিশ অফিসারদের নামেই সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্ট ব্যবহার করেই তোলাবাজির অভিযোগ। বিষয়টি কার্যত স্বীকার করেছেন জেলা পুলিশসুপার। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।


উল্লেখ্য, রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি মালদা জেলার পুলিশ অফিসারদের নামেও সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে বলে অভিযোগ। এই অ্যাকাউন্ট ব্যবহার করেই তোলাবাজি চালাচ্ছে দুষ্কৃতীরা। বিষয়টি মেনে নিয়েছেন জেলা পুলিশসুপার প্রদীপকুমার যাদব। তিনি জানান, গত কয়েক বছর ধরে এমন ঘটনা সামনে আসছে। দুষ্কৃতীরা আসল প্রোফাইল থেকে তথ্য হাতিয়ে ভুয়ো প্রোফাইল তৈরি করে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে। মালদা জেলায় এরকম অভিযোগ খুব একটা না এলেও অন্যান্য জেলার পাশাপাশি মালদা জেলাতেও ভুয়ো প্রোফাইলের বিষয়টি জেলা পুলিশের নজরে এসেছে। এনিয়ে অভিযোগ জমা পড়লে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


Frauds-create-fake-social-media-account-in-cop-name
ভুয়ো প্রোফাইলের বিষয়টি জেলা পুলিশের নজরে এসেছে

সাধারণ মানুষের কাছে পুলিশসুপারের বার্তা, সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। যদি কোনও ব্যক্তির সঙ্গে যোগাযোগ থাকে তবে সোশ্যাল মিডিয়ার বদলে সরাসরি তাঁর সঙ্গে কথা বলা ভালো।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

תגובות


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page