সাবধান! মালদায় সাইবার প্রতরণার শিকার শিক্ষক
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jul 13, 2021
- 1 min read
মোবাইলের সিমকার্ড ব্লক হওয়ার ভয় দেখিয়ে ব্যাংক থেকে তিন লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল মালদা শহরে। প্রতারণার শিকার ওই স্কুল শিক্ষক সমস্ত ঘটনা জানিয়ে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন।
ওই স্কুল শিক্ষকের নাম শুভময় চৌধুরি। তিনি মালদা টাউন হাইস্কুলের ইংরেজি বিষয়ের সহ শিক্ষক। তাঁর অভিযোগ, একটি টেলিকম সংস্থার কর্মীর পরিচয় দিয়ে সোমবার রাতে তাঁকে ফোন করা হয়। বলা হয়, তাঁর সিমকার্ডটি চালু রাখতে ১০ টাকার রিচার্জ করাতে হবে। তিনি সঙ্গে সঙ্গে ১০ টাকার রিচার্জ করেন। এরপরই তাঁকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। অ্যাপ ডাউনলোড করতেই তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ২৫ হাজার টাকা কেটে নেওয়া হয়। তিনি জানতে চান, কেন তাঁর ২৫ হাজার টাকা কেটে নেওয়া হল। তখন ওই ব্যক্তি তাঁকে গুগল পে-তে টাকা রিফান্ডের কথা বলে। গুগল পে-তে দেখলাম আমাকে রিফান্ড করার কথা বলে আমাকে পে করতে বলে। এরপর দফায় দফায় আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় তিন লক্ষ টাকা তুলে নেওয়া হয়। আজ সকালে তিনি সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
[ আরও খবরঃ মানিকচকে ভাঙন এলাকা পরিদর্শনে মন্ত্রী ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments