রেলে চাকরির নামে প্রতারণা, ধৃত ২
রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে দুই যুবককে আটক করল আরপিএফ। অভিযোগের ভিত্তিতে পরে তাদের গ্রেফতার করে নিজেদের হেপাজতে নেয় ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
জানা গিয়েছে, রেলের গ্রুপ-সি পদে নিয়োগ করে দেওয়ার জন্য ৬ লক্ষ টাকা দাবি করা হয়েছিল চাঁচলের বাসিন্দা জ্যোতির্ময় পাণ্ডের কাছে। দাবি মতো ১ লক্ষ ১৫ হাজার টাকা পেমেন্টও করেছিল জ্যোতির্ময়ের পরিবার। বাকি টাকা নিয়োগের পরে দেওয়ার কথা ছিল। জ্যোতির্ময়কে নিয়োগপত্র পাঠানো হয় মেল মারফত। কিন্তু বিষয়টি নিয়ে সন্দেহ হয় জ্যোতির্ময় ও তাঁর মা রুমা পাণ্ডের। গতকাল ডিআরএম ভবনে যোগ দিতে আসার পরে স্থানীয়দের সহযোগিতায় দুই যুবককে ধরে ফেলে তাঁরা। এরপরেই আরপিএফ তাদের আটক করে। প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন জ্যোতির্ময়ের মা। পুলিশ ওই দুই যুবককে গ্রেফতার করে নিজেদের হেপাজতে নেয়।
ধৃত দুই যুবকের নাম আজাদ কুমার ও ঈশা খান। ধৃতদের বাড়ি বিহারের পাটনায়। ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
تعليقات