চাকরির নামে বিপুল টাকা প্রতারণা, তদন্তে পুলিশ
top of page

চাকরির নামে বিপুল টাকা প্রতারণা, তদন্তে পুলিশ

চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ হরিশ্চন্দ্রপুরে। শিক্ষকতার চাকরি দেওয়ার নাম করে সাড়ে ১৪ লক্ষ টাকা আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের সুলতাননগর গ্রামপঞ্চায়েত এলাকায়। প্রতারণার শিকার হয়েছেন পঞ্চায়েতের যুব তৃণমূল সভাপতি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।


প্রতারণার শিকার হয়েছেন হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের সাদলিচক গ্রামপঞ্চায়েতের নতুন সাদলিচক গ্রামের বাসিন্দা, পঞ্চায়েতের যুব তৃণমূল সভাপতি আরজাউল হক। তাঁর বাবা মোহম্মদ সাজাহান জানান, তাঁর ছেলে আরজাউল ২০১৯ সালে আপার প্রাইমারি টেট পরীক্ষায় পাশ করে। ইন্টারভিউয়ে ডাক পেলেও চাকরি পাননি আরজাউল। সেই সময় মহিদুর রহমান ওরফে বাদল চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তাঁর ছেলের কাছ থেকে তিন কিস্তিতে সাড়ে ১৪ লক্ষ টাকা হাতিয়ে নেয়। তবে চাকরি পাইয়ে দিতে পারেনি বাদল। টাকা ফেরত চাইতে গেলে সে টালবাহানা করতে শুরু করে। এনিয়ে গ্রামে সালিশি সভাও হয়। এরপর দুই কিস্তিতে ২ লক্ষ টাকা ফেরত দিলেও এখন সাড়ে ১২ লক্ষ টাকা পাওনা রয়েছে। এখন সেই টাকা দিতে অস্বীকার করছে বাদল। টাকা চাইতে গেলেই হুমকি দিচ্ছে সে। বাধ্য হয়ে তাঁরা পুলিশে অভিযোগ দায়ের করেছেন।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page