নথিপত্র সংশোধনের নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে জালিয়াতি, সিল সিএসপি
- আমাদের মালদা ডিজিট্যাল

- Sep 19
- 1 min read
অল্প শিক্ষিতদের আধার কার্ড সংশোধনের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে জালিয়াতির অভিযোগ উঠেছিল একটি গ্রাহক পরিসেবা কেন্দ্রের বিরুদ্ধে। ওই অ্যাকাউন্টগুলিতে মাঝেমধ্যেউ সরকারি প্রকল্পের টাকা ঢোকে। সেই টাকা আত্মসাৎ করেই চলছিল ব্যবসা। অবশেষে অভিযোগের ভিত্তিতে সিল করা হল ওই গ্রাহক পরিসেবা কেন্দ্র। তবে এই ঘটনায় এখনও গ্রাহক পরিসেবা কেন্দ্রের মালিককে গ্রেপ্তার করা যায়নি। পুলিশের দাবি, ঘটনার পর থেকেই ওই ব্যক্তি পলাতক। ঘটনাটি রতুয়া ২ নম্বর ব্লকের শ্রীপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মাগুরা গ্রামের৷
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আধার কিংবা প্যান কার্ড সংশোধনের নামে গরিব গ্রামবাসীদের ডেকে তাঁদের নামে ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করা হত ওই সিএসপিতে। সেসব ভুয়ো অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা আসত। সেই টাকা তুলে নিয়ে চলছিল জালিয়াতি। নানা বাহানায় গ্রামবাসীদের থেকে মোবাইল নিয়ে সেই মেসেজও ডিলিট করে দেওয়া হত। এক ব্যক্তির ফোন নিয়ে মেসেজ ডিলিট করতে গিয়েই এই জালিয়াতি ধরা পড়ে। এরপরেই গ্রামের লোকজন বিডিওকে লিখিত অভিযোগ জানান। ঘটনা খতিয় দেখতে গিয়েই চক্ষু চড়কগাছ হয়ে পড়ে সরকারি আধিকারিকের। এরপরেই তিনি সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন।

শুক্রবার পুখুরিয়া থানার পুলিশ ওই সিএসপি সিল করে দেয়। এক পুলিশ আধিকারিক জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে৷ ইতিমধ্যে ওই সিএসপি সিল করে দেওয়া হয়েছে৷ তবে এখনও সিএসপি মালিকের সন্ধান পাওয়া যায়নি৷ তার খোঁজে পুলিশি তল্লাশি জারি রয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments