ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার চার, উদ্ধার আগ্নেয়াস্ত্র-কার্তুজ
top of page

ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার চার, উদ্ধার আগ্নেয়াস্ত্র-কার্তুজ

ছিনতাইয়ের ঘটনায় তদন্তে নেমে সাফল্য পেল মালদা থানার পুলিশ৷ গতকাল সন্ধ্যেয় পুরাতন মালদার চরকাদিরপুর সংলগ্ন একটি আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ সহ চার দুষ্কৃতীকে গ্রেফতার করল মালদা থানার পুলিশ৷ ধৃতদের নাম সুরজিৎ ঘোষ (১৯), সায়ন সাহা (১৭), অমিত মণ্ডল (১৮) ও বিধান মণ্ডল (১৭)৷ ধৃতরা সকলেই পুরাতন মালদার বিভিন্ন এলাকায় থাকে৷ সায়ন ও বিধান সাহাপুর হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র৷ সুরজিৎ ও অমিতকে চারদিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে চারজনকে আজ মালদা জেলা আদালতে তোলা হয়েছে৷



উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর গাজোল থেকে স্ত্রী সুপ্রিয়া সরকার বিশ্বাসকে সঙ্গে নিয়ে পুজোর বাজার করতে মালদা শহরে এসেছিলেন সুব্রত বিশ্বাস৷ সুব্রতবাবু গাজোলের আলাল হাইস্কুলের শিক্ষক। বাজার সেরে বাড়ি ফেরার সময় বাইপাসের মাধাইপুর মোড়ে তাঁদের পথ আটকায় চার দুষ্কৃতী৷ আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁদের সঙ্গে থাকা নগদ ৮ হাজার টাকা, দুটি মোবাইল, শরীরের সমস্ত গয়না, মোটরবাইক ও পুজোর বাজার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা৷ রাতেই সমস্ত ঘটনা জানিয়ে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই স্কুল শিক্ষক।


অভিযোগের ভিত্তিতে এএসআই দিলীপ তালুকদারের নেতৃত্বে একটি তদন্তকারী দল গঠিত হয়। গতকাল চরকাদিরপুরের একটি আমবাগান থেকে ওই চার দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ৷ ধৃতদের হেপাজত থেকে ২টি মোটরবাইক (১টি চোরাই), একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড কার্তুজ, একটি চোরাই মোবাইল ও দুটি শাড়ি উদ্ধার করা হয়েছে৷ ধৃতদের আজ মালদা জেলা আদালতে তোলা হয়েছে৷

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page