ফের ইংরেজবাজারে মধুচক্রের আসরের হদিশ পেল পুলিশ
ফের মধুচক্রের অভিযোগে গ্রেফতার ১৭ জন। গতকাল রাতে মালদা শহরের রথবাড়ি মোড়ে হানা দিয়ে ১৩ জন মহিলা ও ৪ জন পুরুষকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
ইংরেজবাজার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই মালদা শহরের রথবাড়ি মোড়ে মধুচক্রের অভিযোগ উঠছিল। সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে ইংরেজবাজার থানার পুলিশ মালদা শহরের রথবাড়ি মোড়ে হানা দেয়। গ্রেফতার করা হয় ১৩ জন মহিলা ও ৪ জন পুরুষকে। পুলিশের পক্ষ থেকে ধৃতদের নাম পরিচয় জানানো হয়নি। পুলিশের অনুমান এই মধুচক্রের সঙ্গে ওই এলাকার আরও পাণ্ডা জড়িত আছে। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
Comments