top of page

সংযুক্ত মোর্চার প্রার্থীর পরেও মনোয়ন ফরওয়ার্ড ব্লকের

হরিশ্চন্দ্রপুরে সংযুক্ত মোর্চার প্রার্থীর নমিনেশনের পরেও ওই বিধানসভা কেন্দ্রে পৃথক প্রার্থী দিল ফরওয়ার্ড ব্লক। মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে তড়িঘড়ি করে মনোনয়ন পত্র দাখিল করলেন রফিকুল আলম।এদিন দুপুরে ফরওয়ার্ড ব্লক পার্টির প্রতিষ্ঠাতা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে ও হরিশ্চন্দ্রপুর বিধানসভার ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন বিধায়ক তথা প্রয়াত বীরেন মিত্রর (বিশু বাবু) মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে চাঁচল মহকুমা শাসকের দফতরে ফরওয়ার্ড ব্লকের হয়ে মনোনয়ন পত্র দাখিল করেন রফিকুল সাহেব।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page