top of page

এবার খগেন মুর্মুকে আক্রমণ অর্পিতার

এবার বিজেপি সাংসদকে আক্রমণ তৃণমূলের প্রাক্তন সাংসদের। বাড়িতে ঢুকলে বিজেপি সাংসদকে আটকে রাখার নিদান দিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে জেলা মহিলা তৃণমূলের সংঘবদ্ধ শপথ অনুষ্ঠান থেকে হুঙ্কার অর্পিতার।


আজ দুপুরে টাউন হলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা রাজ্য মহিলা তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যসভার সাংসদ মৌসম নূর, প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা। বক্তব্য রাখতে গিয়ে অর্পিতা ঘোষ বলেন, বিজেপি সাংসদ বাড়িতে এলে আটকে রাখবেন। বাংলার প্রতিটি মেয়েদের কাছে, মায়েদের কাছে এই বার্তা পৌঁছে দেবেন। ১৫ লক্ষ টাকা না দিলে একদম বেরোতে দেবেন না। অনেক বড়ো বড়ো কথা বলেছে কিন্তু মেয়েদের কোন সুবিধে দিয়েছে? এরা শুধুমাত্র ধর্মের সুড়সুড়ি দিয়ে রাজনীতি করবে। এই রাজনীতি করতে দেবেন না। বাংলার মেয়েরা বিজেপিকে আটকাবে।যদিও সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অর্পিতা বলেন,

খগেন মুর্মু বিজেপির প্রতিনিধি। তাই ওনাকে আটকে ১৫ টাকা নিতে বলেছি। ওনাকে আটকে রাখতে বলিনি। আটকে রাখলে নিজেরই বাড়ির সামগ্রী নষ্ট হবে।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentários


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page