নিয়োগ দুর্নীতিতে মালদার যোগ, গ্রেফতার প্রাক্তন শিক্ষাকর্মী
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মালদার যোগ? এই মুহূর্তে মালদা শহর থেকে প্রাক্তন এক শিক্ষাকর্মীর গ্রেফতারিতে সেই প্রশ্নই মাথা চাড়া দিয়েছে। জানা গিয়েছে, গত পরশু সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন মিলকি স্কুলের একজন প্রাক্তন ক্লার্ক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদা শহরের সানিপার্ক এলাকায় প্রথমে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন আবদুল খালেক। চার বছর আগে ওই এলাকাতেই পাকা বাড়ি করেন তিনি। তিনি মিলকি স্কুলের প্রাক্তন শিক্ষাকর্মী। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের তরফে আবদুল খালেককে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। সেখানেই গ্রেফতার করা হয় তাঁকে। আবদুল খালেকের গ্রেফতারির খবর চাউর হতেই শহর জুড়ে গুঞ্জন শুরু হয়েছে। শহরবাসীর মুখে ঘুরে বেড়াচ্ছে তবে কী শিক্ষক নিয়োগ দুর্নীতির জাল মালদাতেও ছড়িয়ে আছে? এই চক্রের সঙ্গে কি মালদার কোনো বড়ো নেতার নাম জড়াতে পারে?
এদিকে, প্রাক্তন শিক্ষাকর্মীর গ্রেফতারিতে রাজনৈতিক আক্রমণও শুরু হয়েছে। বিজেপির তরফে দাবি করা হয়েছে, ওই শিক্ষাকর্মীকে অন্য একটি স্কুলের সভাপতির দায়িত্ব দিয়েছিল শাসকদল। অতএব আবদুল খালেক তৃণমূলের কর্মী। এনিয়ে তৃণমূলের তরফে জানানো হয়েছে, এই নামে তৃণমূলে কেউ রয়েছে বলে জানা নেই। নিজেকে তৃণমূল বলা এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। তবে দোষী যেই হোক আইন ব্যবস্থা নেবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Commentaires