বন্যাত্রাণ দুর্নীতিতে সিবিআই তদন্তের দাবি প্রাক্তন বিধায়কের
বন্যাত্রাণ দুর্নীতি নিয়ে ফের সরব বাম-কংগ্রেস। ২০১৭ সালের বন্যায় হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের ক্ষতিগ্রস্তদের তালিকা চেয়ে ব্লক অফিসের সামনে অবস্থান বিক্ষোভ। বিডিও জানিয়েছেন, দ্রুত আরটিআইয়ের জবাব দেওয়া হবে।
উল্লেখ্য, ২০১৭ সালে বন্যায় হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের বহু মানুষ ক্ষতিগ্রস্ত হন। অভিযোগ, সেই সময় ক্ষতিগ্রস্তদের বরাদ্দ সরকারি অর্থের বেশিরভাগ উপভোক্তাদের বদলে গিয়েছে শাসকদলের নেতাদের পকেটে। এনিয়ে বাম-কংগ্রেস একাধিকবার ক্ষতিগ্রস্তদের তালিকা চেয়ে আরটিআই করে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনও উত্তর মেলেনি। ইতিমধ্যে আদালতের নির্দেশে এই দুর্নীতিতে অভিযুক্ত শাসকদলের বেশ কয়েকজন আত্মসমর্পণ করেছেন। আজ ফের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বাম এবং কংগ্রেস নেতৃত্ব মিলিতভাবে হরিশ্চন্দ্রপুর-২ নম্বর ব্লক অফিসের সামনে অনির্দিষ্টকালের জন্য গণ-অবস্থান এবং ধরনায় বসলেন।
হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন কংগ্রেস বিধায়ক মোস্তাক আলম বলেন, আমাদেরই এক নেতা এই দুর্নীতি নিয়ে আদালতে মামলা করেন। তার জেরে তদন্ত শুরু হয়। এখন ক্যাগকে তদন্তের দায়িত্ব দিয়েছে আদালত। আমরা জানতে পেরেছি এই ব্লকের এক গ্রুপ-সি কর্মীর অ্যাকাউন্টেও ৫৬ লক্ষ টাকা ঢোকানো হয়েছে। একাধিক বেনিয়মের অভিযোগ হয়েছে এই ব্লকে। অবিলম্বে আমরা ক্ষতিগ্রস্তদের তালিকার দাবি করছি। পাশাপাশি আমরা এই দুর্নীতিতে সিবিআই তদন্তের দাবি করছি।
হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের বিডিও বিজয় গিরি জানান, ২৯ তারিখে নোটিশ করা হয়েছে। ১৮ এপ্রিল আরটিআই-এর জবাব দেওয়া হবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments