দল থেকে বহিষ্কৃত হলেন জেলা বিজেপির প্রাক্তন সভাধিপতি
দলবিরোধী কার্যকলাপের অভিযোগে বিজেপির প্রাক্তন জেলা সভাপতিকে বহিষ্কার করল বিজেপির রাজ্য শৃঙ্খলা কমিটি। সোমবার দুপুর ১টা নাগাদ বিজেপির দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করে এই কথা ঘোষণা করলেন বিজেপির জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল। সাংবাদিক বৈঠকে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন, উত্তর মালদা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু সহ অন্যান্য বিজেপি নেতারা।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় সঞ্জিত মিশ্রের একটি বক্তব্যকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় জেলার রাজনৈতিক মহলে। সেই খবর রাজ্য নেতৃত্বের কাছে পৌঁছতেই রাজ্য শৃঙ্খলা কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে প্রাক্তন জেলা সভাপতি সঞ্জিত মিশ্রকে দল থেকে বহিষ্কার করার। দল বিরোধী কার্যকলাপের অভিযোগে চিঠি পাঠিয়ে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানানো হয় সঞ্জিতবাবুকে।
বিজেপির জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল জানিয়েছেন, তাঁদের কাছে রাজ্য শৃঙ্খলা কমিটি একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে লেখা রয়েছে দল বিরোধী কাজের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে সঞ্জিত মিশ্রকে। অন্যদিকে, দল থেকে বহিষ্কারের ঘটনাকে তাঁর বিরুদ্ধে চক্রান্ত জানালেন প্রাক্তন বিজেপি জেলা সভাপতি সঞ্জিত মিশ্র।
Comments