ভুট্টা দিয়ে প্রতিমা তৈরি করছেন প্রাক্তন হোমগার্ড
top of page

ভুট্টা দিয়ে প্রতিমা তৈরি করছেন প্রাক্তন হোমগার্ড

ভুট্টা দিয়ে প্রতিমা তৈরি করছেন মালদা শহরের শিল্পী বিষ্ণুচন্দ্র সাহা। ইউরোপীয় ট্যাটু ও ভারতীয় গোদনা শিল্পের মিশ্রণে বিষ্ণুবাবুর হাতে রূপ পাচ্ছে প্রতিমা। অন্যান্য বছরের মতো এবছরও তাঁর শিল্প মানুষের মন জয় করবেন বলেই আশা করছেন বিষ্ণুবাবু।


বিষ্ণুবাবুর বাবা মনোহরচন্দ্র সাহা মালদা জেলার অন্যতম শিল্পী ছিলেন। তাঁর হাত ধরেই বিষ্ণুবাবুর শিল্পের জগতে প্রবেশ। বিষ্ণুবাবু পেশায় হোমগার্ড হলেও তাঁর নেশা ছিল শিল্প। সেই থেকেই কাজের ফাঁকে প্রতিমা তৈরি করে আসছেন তিনি। এক বছর আগে কাজ থেকে অবসর নিয়েছেন। এখন তাঁর পুরোপুরি মন সংযোগ শিল্পের প্রতি।



অবসরপ্রাপ্ত এই হোমগার্ড জানাচ্ছেন,

প্রতি বছর আমি নতুন কিছু তুলে আনার চেষ্টা করি। এবছর ইউরোপীয় ট্যাটু ও ভারতীয় গোদনা শিল্পের মিশ্রণে প্রতিমা তৈরি হচ্ছে। পরিবেশ রক্ষায় মাটির বদলে প্রতিমা তৈরিতে ব্যবহার করেছি গমের ভুষি, ধানের তুষ আর ভুট্টা ফলের বিভিন্ন অংশ। এত নেশায় টানে এই কাজ করে এসেছি। গত বছর পেশা থেকে অবসর নিয়েছি। এখন এই শিল্পকেই পেশা করার চিন্তাভাবনা করছি। আশা করছি আগের মতো মানুষের সাড়া পাব। বিকল্প মাধ্যমে প্রতিমা তৈরি করে পরিবেশ সংরক্ষণের বার্তা দিতে চাইছি৷

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page