top of page

খুনের ঘটনায় দুজনের যাবজ্জীবন সাজা ঘোষণা

মানিকচক থানার মথুরাপুর এলাকার এক যুবক উজ্জ্বল পাণ্ডেকে কে বা কারা খুন করে৷ পরে একটি আমবাগানের পাশে রাস্তার ধার থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে মানিকচক থানার পুলিশ৷ এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন উজ্জ্বলের দাদা শুভাশিস পাণ্ডে৷



শুভাশিসবাবুর অভিযোগ ছিল, জমি বিক্রি বাবদ এলাকারই দু’জনের কাছ থেকে ২০ লক্ষ টাকা পেতেন তাঁর ভাই৷ সেই টাকা না দিতে পারায় তারা শেষ পর্যন্ত তাঁর ভাইকে খুন করে৷ এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করে মানিকচক থানার পুলিশ৷ তাদের জামিনের আবেদন নাকচ হয়৷ জেল হেপাজতে রেখেই চলে মামলা৷ মোট ২৩ জনের সাক্ষ্য গ্রহণের পর এদিন দু’জনেরই সাজা ঘোষণা করেন বিচারক৷

সরকারি পক্ষের আইনজীবী তীর্থ বসু বলেন, উজ্জ্বল পাণ্ডে নামে যুবককে খুনের অপরাধে এদিন দুলাল মণ্ডল ও নিমাই চৌধুরিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের সাজা ঘোষণা করেছেন বিচারক৷ ভারতীয় আইনের ৩০২ ও ১২০ বি ধারায় এই সাজা ঘোষণা করা হয়েছে৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

ভিডিয়োঃ কৃতাঙ্ক

Commentaires


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page