শুরু হল লোকনাট্যের কর্মশালা ও উৎসব
top of page

শুরু হল লোকনাট্যের কর্মশালা ও উৎসব

পশ্চিমবঙ্গ সরকারের লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে ও মালদা জেলা তথ্য সংস্কৃতি দফতরের সহযোগিতায় সোমবার থেকে শুরু হল তিনদিনের লোকনৃত্যের কর্মশালা ও উৎসব।


Folk-drama-workshops-and-festivals-started-in-malda
লোকনাট্যের কর্মশালা ও উৎসব চলছে। সংবাদচিত্র।

সোমবার দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামের সানাউল্লাহ মঞ্চে এই উৎসবের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি মন্ত্রণালয়ের অপর সাংস্কৃতিক অধিকর্তা ও সচিব কৌস্তুভ তরফদার। এই কর্মশালা চলবে আগামী বুধবার পর্যন্ত। তিন দিনের এই কর্মশালায় মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের ১৮০ জন লোকশিল্পী অংশগ্রহণ করেছেন। বিশিষ্ট প্রবীণ গম্ভীরা শিল্পী অরুণ বসাক, দক্ষিণ দিনাজপুরের লোকগানের শিল্পী অমলচন্দ্র বর্মন, সঙ্গীত সম্মান প্রাপক শিল্পী সৌরভ রায় ও শচীন্দ্রনাথ মণ্ডল এই কর্মশালার প্রশিক্ষক হিসেবে কর্মশালা পরিচালনা করবেন।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page