top of page

বিপদসীমার ওপর দিয়ে বইছে গঙ্গা, ফুলহরের জল

বিপদসীমার ওপর দিয়ে বইছে গঙ্গা, ফুলহর সহ বিভিন্ন নদী। টানা কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন মানিকচকের সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকা। মানিকচক ব্লক এবং সমস্ত সরকারি অফিসে ঢুকেছে বৃষ্টির জল। এলাকার বেশ কয়েকটি কাঁচা বাড়ি পড়ে গিয়েছে। মানিকচকের মথুরাপুর, নাজিরপুর, ধরমপুর সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। জলের চাপে মালদা-মানিকচক রাজ্য সড়কের বিভিন্ন জায়গায় রাস্তার ধারে মাটি ধসে পড়েছে। বিপজ্জনকভাবে রাজ্য সড়কের উপর দিয়ে চলাচল করছে যানবাহন। যে কোনও সময় ঘটতে পারে দুর্ঘটনা বলে অভিযোগ সাধারণের মানুষের।


বিপদসীমার ওপর দিয়ে বইছে গঙ্গা, ফুলহর সহ বিভিন্ন নদী।

মানিকচক ব্লকের বিডিও সুরজিত পণ্ডিত জানান, নদীর জল বাড়ছে। সঙ্গে কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হয়েছে বিভিন্ন এলাকা। বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ চলছে। পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। বানভাসিদের সুরক্ষিত জায়গার আনার ব্যবস্থাও করা হয়েছে।


ছবিঃ অরিজিৎ মুখার্জি

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page