আজ সকালে ভেঙে গেল ফুলহরের বাঁধ
- আমাদের মালদা ডিজিট্যাল
- Sep 26, 2019
- 1 min read
Updated: Aug 12, 2020
জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হল বৃহস্পতিবার। এদিন ভোরে রতুয়া ১ ব্লকের সূর্যাপুরের অস্থায়ী রিং বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করেছে। আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসীরা। প্রশাসন সতর্ক রয়েছে বলে জানালেন বিডিও।
গত কয়েকদিন ধরে গঙ্গা, ফুলহর ও মহানন্দার জলস্তর ক্রমাগত বাড়ছে। ইতিমধ্যে রতুয়ার একাধিক এলাকা জলের তলায়। আজ ভোরে সূর্যাপুরের রিং বাঁধ ভেঙে যাওয়ায় আরও কিছু এলাকা জলের কবলে চলে যাবে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে বর্ষার শুরুতে বাঁধ মেরামতির কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। জেলায় বন্যা পরিস্থিতি উঠে আসতেই প্রশাসন দৌড়-ঝাঁপ শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে আগেই পদক্ষেপ নেওয়া হলে স্থানীয়দের এই সমস্যায় পড়তে হত না। এখন মাটির বস্তা দিয়ে কতক্ষণ জল আটকে রাখা যাবে। গোটা ঘটনার জন্য প্রশাসনকেই দায়ী করেছেন স্থানীয় বাসিন্দারা।
রতুয়া ১ ব্লকের বিডিও সারওয়ার আলি বলেন, আজ সকালে ফুলহরের বাঁধ ভেঙে গিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো বাড়িতে জল ঢোকেনি। প্রশাসন তৈরি রয়েছে। ইতিমধ্যে ত্রাণ মজুতের সঙ্গে স্কুলে অস্থায়ী শিবির তৈরির কাজ শুরু হয়েছে।
Comments