ডাকাতির ছক বানচাল, চাঁচলে পুলিশের জালে পাঁচ দুষ্কৃতি
ডাকাতির ছক বানচাল করল চাঁচল থানার পুলিশ। এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আজ চাঁচল মহকুমা আদালতের পেশ করা হয়।
সোমবার রাতে চাঁচল থানার পুলিশের কাছে খবর আসে কদলার মাঠ এলাকায় ১০ থেকে ১২ জনের একটি ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে। চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে গেলে ওই দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করে। ধাওয়া করে পাঁচজনকে ধরে ফেলে পুলিশকর্মীরা। ধৃতদের নাম কাওসার আলি (৫৭), ডাব্বু সবজি (৫০), নাসিম শেখ (৩২), সাহেব আলি (৩০) ও রিয়াজউদ্দিন (৩০)। ধৃতরা ইংরেজবাজার, চাঁচল ও মানিকচক এলাকার বাসিন্দা। ধৃতদের হেপাজত থেকে বেশ কিছু ধারালো অস্ত্র ও লঙ্কার গুঁড়ো উদ্ধার করেছে পুলিশ।
ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে চাঁচল মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ।
[ আরও খবরঃ টোটো পাচার চক্রের হদিশ মিলল ইংরেজবাজারে ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments