top of page

ঠিকাদারের থেকে তোলা দাবি, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার পাঁচ

দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের দিনেই এনএসজির আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বোমা উদ্ধারের ঘটনা রাজনৈতিক মহলে শোরগোল ফেলেছে। সন্দেশখালির পর এবার মালদা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। গ্রেফতার হয়েছে পাঁচ ব্যক্তিও। এই ঘটনাতেও শাসকদলকে বিঁধেছে গেরুয়া শিবির। তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, দুষ্কৃতীদের সঙ্গে ঘাসফুলের কোনও যোগ নেই৷


পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুরের দেগুন মুসলিমপুর এলাকায় পূর্ত দফতরের অধীনে একটি সেতু তৈরির কাজ চলছে৷ অভিযোগ, গত বুধবার কয়েকজন দুষ্কৃতী ঠিকাদারের মাথায় পাইপগান ধরে ৬ লক্ষ টাকা তোলা দাবি করে। পরদিন ওই ঠিকাদার হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে ভালুকা থেকে আবু হায়াত নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় একটি পাইপগান ও এক রাউন্ড তাজা কার্তুজ। গ্রেফতার করা হয়েছে তার চার সঙ্গীকেও। ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।



পুলিশ সূত্রে আরও জাানা গিয়েছে, ধৃতরা এলাকায় তোলাবাজ হিসেবে কুখ্যাত। এলাকার যে কোনো ধরণের বড়ো কাজ হলেই ঠিকাদারের থেকে তোলা দাবি করত ধৃতরা।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


תגובות


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page