top of page

মালদায় প্রথম চলচ্চিত্র উৎসব

মালদায় প্রথম অনুষ্ঠিত হতে চলেছে চলচ্চিত্র উৎসব। মঙ্গলবার মালদা কোর্ট চত্বরে অবস্থিত রামকিঙ্কর বেইজ প্রদর্শশালায় এক সাংবাদিক বৈঠক করে একথা জানান সবুজ বনানীর কর্ণধার সবুজ দাস।


সবুজ দাস, সবুজ বনানীর কর্ণধার

জেলা প্রশাসনের সহযোগিতায় মালদায় এক মাসের মধ্যে আয়োজন করা হবে চলচ্চিত্র উৎসবের।


তিনি বলেন, তাঁদের এই সংস্থা দীর্ঘ কয়েক বছর ধরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কাজ করে আসছে। মালদায়ও তাঁরা কাজ করবেন। জেলায় প্রথম চলচিত্র উৎসবের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এবিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে। জেলা প্রশাসনের সহযোগিতায় মালদায় এক মাসের মধ্যে আয়োজন করা হবে চলচ্চিত্র উৎসবের (#MaldaFilmFestival)। পাশাপাশি জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে কলাকৌশলীদের নিয়ে কর্মশালা করবেন তাঁরা। আগ্রহী জেলার যুবক-যুবতি যারা চলচ্চিত্র জগতের সাথে যুক্ত বা চলচ্চিত্র ভালবাসেন তারা অংশ নিতে পারবেন এই কর্মশালায়।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page