আগামী পঞ্চায়েত নির্বাচনে বিরোধী শূন্যের হুংকার ফিরহাদের
ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এই জেলার কোথাও যেন একটিও বিরোধী না থাকে। মালদায় তৃণমূলের সাংগঠনিক সভায় এমনই মন্তব্য করলেন সর্বভারতীয় তৃণমূলের জাতীয় ওয়ার্কিং কমিটির সদস্য ফিরহাদ হাকিম। পাশাপাশি তিনি রাজ্যের বাকি লোকসভা আসনগুলির সঙ্গে জেলার দুটি আসনও পাওয়ার দাবি করেছেন।
ফিরহাদ বলেন, বিধানসভা নির্বাচনে মালদা জেলার ১২টি আসনের মধ্যে আটটি আসন আমরা পেয়েছি। কিন্তু আমরা আরও চাই। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এই জেলার কোথাও যেন একটিও বিরোধী না থাকে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করতে হলে আগামী লোকসভা ভোটে রাজ্যের ৪২টি আসনই আমাদের পেতে হবে। তার মধ্যে এই জেলার দুটি আসনও রয়েছে।
আনিস খানের হত্যা আর রামপুরহাটের ঘটনা না ঘটলে ভালো হত। তবে এমন ঘটনাগুলি ঘটবে তা আগাম জানা তৃণমূলের পক্ষে সম্ভব নয়। ঘটনার পরই মুখ্যমন্ত্রী সিট গঠন করে অভিযুক্তদের গ্রেফতার করিয়ে কঠোরতম শাস্তির ব্যবস্থা করেছেন। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কোনও প্রশ্ন উঠবে না। নেতাইয়ের ঘটনায় সিপিএম দলীয় নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস দেখায়নি। সিঙ্গুরে তাপসী মালিক ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে দল থেকে তাড়ানোর সাহস সিপিএম দেখায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সাহস দেখিয়েছেন। কামদুনির ঘটনায় সেই মানুষগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায়ই দেখেছিলেন। তখন অনেক বড়ো বড়ো কথা বলা হচ্ছিল। গ্রাম থেকে দু’জন নেত্রীও তৈরি হয়ে গিয়েছিল। সবটাই দেখলাম। কিন্তু মানুষগুলোর খাবারের ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ই করলেন।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments