top of page

বৃষ্টিতে ফাঁকা সভাস্থল, দ্রুত বক্তব্য সারলেন ফিরহাদ

দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করতে এসেছেন তৃণমূলের রাজ্যস্তরের শীর্ষ নেতা ফিরহাদ হাকিম। কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ থাকলেও বরুণ দেবের দাপটে ফাঁকা হতে শুরু করে সভাস্থল। বাধ্য হয়ে মাত্র পাঁচ মিনিটে বক্তব্য শেষ করতে বাধ্য হলেন ববি।


আজ দুপুরে ইংরেজবাজার ব্লকের দলীয় প্রার্থীদের সমর্থনে সুস্থানি মোড়ে জনসভা করার কথা ছিল ফিরহাদ হাকিমের। তবে পরবর্তীতে সেই সভাস্থল বাইপাসের ধারে নিয়ে আসা হয়। দুপুর দুটোয় সভা হওয়ার কথা থাকলেও বেলা সাড়ে তিনটে নাগাদ সভাস্থলে এসে পৌঁছন ফিরহাদ। ববি সভাস্থলে পা রাখতেই শুরু হয় বৃষ্টি। ফিরহাদের বক্তব্যের মাঝেই ফাঁকা হতে শুরু করে সভাস্থল। অবশেষে পাঁচ মিনিটের মধ্যেই বক্তব্য শেষ করে ফেরেন ববি।



সভামঞ্চ থেকে ফিরহাদ বলেন,

মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন মুখ্যমন্ত্রী আছেন, বাংলা ততদিন সুরক্ষিত আছে। যদি বিজেপি ক্ষমতায় থাকত তবে বাংলাও যোগী রাজ্যের মতো হয়ে যেত। গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রতি মালদার মানুষের আস্থা দেখে বিজেপি ভয় পেয়েছে। তাই তৃণমূলের ভোট ভাগ করার চেষ্টা করছে ওরা। কংগ্রেস-সিপিএমকে দিয়ে সংখ্যালঘু ভোট, তপশিলি ভোট ভাগ করার চেষ্টা চলছে। বরকত দা একসময় সিপিএমকে বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার কথা বলতেন। অথচ আজ কংগ্রেস, সিপিএমের হাত ধরে এগোতে চায়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলেই লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী সহ নানা প্রকল্প আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে আপনারা সঙ্গে থাকুন।

Commentaires


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page