নীহারের হাত ধরেই চাঁচল পুরসভা, মন্তব্য ফিরহাদের
চাঁচলে দলীয় প্রার্থী নীহাররঞ্জন ঘোষের সমর্থনে প্রচারে এসে চাঁচলবাসীর দীর্ঘদিনের দাবিকে উসকে দিলেন ফিরহাদ হাকিম। পাশাপাশি বিধানসভা নির্বাচনের প্রথম দিনেই ইভিএম কারছুপির অভিযোগ তোলেন তিনি।
আজ চাঁচলে দলীয় প্রার্থীর সমর্থনে কলমবাগানে জনসভা করেন ফিরহাদ হাকিম। সভামঞ্চের পাশেই নামে তাঁর চপার। জনসভায় নীহার ঘোষ ছাড়া উপস্থিত ছিলেন জেলা সভানেত্রী মৌসম নূর, কো-অর্ডিনেটর দুলাল সরকার সহ মালতিপুর ও হরিশ্চন্দ্রপুরের প্রার্থী।
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে চাঁচলবাসীর আবেগকে তুলে ধরেন ফিরহাদ সাহেব। তিনি বলেন, নীহার ঘোষ ইংরেজবাজারের বিধায়ক হলেও দীর্ঘদিন ধরে চাঁচল পুরসভার জন্য লড়াই করেছে। সেই পুরসভা নীহারবাবুর হাত ধরেই হবে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফিরহাদ সাহেব বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইভিএম নিয়ে যে সন্দেহ ছিল, তা সত্যি প্রমাণিত হল। এখন বিজেপি বলছে, মেশিন খারাপ আছে। যেটা ধরা পড়েছে সেটা খারাপ আছে, আর যেগুলো ধরা পড়েনি? এভাবে মমতা ব্যানার্জিকে আটকানো যাবে না। আমরা বিষয়টি নির্বাচন কমিশনে জানিয়েছি।
[ আরও খবরঃ নির্বাচনি প্রচারে যেতে রাজি না হওয়ায় মারধরের অভিযোগ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments