মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তৎপরতা, হরিশ্চন্দ্রপুর-মানিকচক থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র
রাজ্যে আইনশৃঙ্খলা ব্যবস্থায় সামান্যতম ফাঁকফোকর থাকলে তা বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই নড়চড়ে বসেছে পুলিশ প্রশাসন। হরিশ্চন্দ্রপুর ও মানিকচক থানা এলাকা থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। দুটি ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে। ধৃতদের আজ আদালতে পেশ করা হয়েছে।
মানিকচক থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মানিকচকের বড়োবাজার ঘোষপাড়া এলাকার বাসিন্দা বিষ্ণু ঘোষের হেপাজত থেকে উদ্ধার করা হয়েছে একটি পাইপগান ও এক রাউন্ডগুলি। অন্যদিকে, হরিশ্চন্দ্রপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে জিয়াউল হক (৩৬) ও গোলাম সারওয়ার (২৪)। এই দুজনের থেকেও একটি করে ওয়ান শাটার বন্দুক এবং দুই রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। দুটি ঘটনার ধৃতদের বিরুদ্ধে ভারতীয় অস্ত্র আইনের মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। ধৃতদের আজ আদালতে পেশ করেছে পুলিশ।
[ আরও খবরঃ বাড়ির উঠোনে রক্তাক্ত দেহ, চাঞ্চল্য চাঁচলে ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments