নিমাইসরায় আবর্জনায় আগুন, ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন
আবর্জনার স্তূপ থেকে অগ্নিকান্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল ইংরেজবাজারের মহানন্দাপল্লী এলাকায়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে হঠাৎ স্থানীয়রা ওই এলাকায় জমা জঞ্জালে আগুন দেখতে পায়। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা জঞ্জালের স্তূপে। স্থানীয়রা নিজেদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। খবর দেওয়া হয় দমকলে। অবশেষে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
38 views