top of page

জেলা পরিষদ ভবনে আগুন, পুড়ে ছাই একাধিক নথি

সাত সকালে জেলা পরিষদ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার চাঞ্চল্য মালদা শহর জুড়ে। প্রায় চার ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে চারতলায় পরপর কয়েকটি ঘরে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র, একাধিক কম্পিউটার সহ টেবিল, চেয়ার, ফ্যান। কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি দমকলকর্মীরা। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই এই ঘটনা ঘটেছে। এদিকে, ইঞ্জিনিয়ারিং সেকশনের এক আধিকারিক মনে করছেন, গতকাল একটি নতুন এসি বসানো হয়েছিল। তাতে কিছু সমস্যা দেখা দিয়েছিল। সম্ভবত সেখান থেকেই এই ঘটনা ঘটেছে।


ঘটনার প্রত্যক্ষদর্শী চিরন্তন ঠাকুর জানান, সংগঠনের প্রতিষ্ঠা দিবসের জন্য সকালে জমায়েত করেছিলাম। হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পাই। দেখি, জেলা পরিষদের চারতলার জানালা ভেঙে গলগল করে ধোঁয়া বেরোচ্ছে। আমরা দমকলে খবর দিই। খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ree

এদিকে, ঘটনার পেছনে ষড়যন্ত্র থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না গেরুয়া শিবির। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি অজয় গাঙ্গুলি জানান, গতকাল জেলা পরিষদের বেশিরভাগ সদস্য ধর্মতলায় ছিলেন। তারপরের দিনই এভাবে অগ্নিকাণ্ডের ঘটনা। ষড়যন্ত্র করে নথি-প্রমাণ লোপাটের জন্য এই ঘটনা ঘটানো হয়েছে কিনা তা তদন্ত করে দেখা উচিৎ।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page