top of page

আবাসনে অগ্নিকাণ্ড, বৈঠকে বসল পুরসভা

পুরসভার আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় আবাসনের মালিক সহ বিভিন্ন দফতরকে নিয়ে বৈঠক করল পুরসভা। অগ্নিকাণ্ডের মতো ঘটনা রুখতে মডেল রুল তৈরি করতে চলেছে পুরসভা।



উল্লেখ্য, গতকাল সন্ধেয় মালদা শহরের ভবানী মোড়ে (কানির মোড়) অবস্থিত পুরসভার আবাসনে আগুন ধরে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে আসে দমকলের তিনটি ইঞ্জিন। ছুটে আসেন সদর মহকুমাশাসক পঙ্কজ তামাং, পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, কাউন্সিলর আশিস কুণ্ডু, শুভময় বসু, গৌতম দাস, পূজা দাস সহ অন্যান্যরা। প্রায় ঘণ্টা দুয়েকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুরসভার আবাসন হওয়ার পরেও কেন ওই আবাসনে অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই এই নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয় বাসিন্দারা।


কয়েকদিন আগেই রথবাড়ি অগ্নিকাণ্ডের ঘটনার পর পুরসভা এলাকায় দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করে, তবে কি ফায়ার লাইসেন্স ছাড়ায় বিল্ডিং তৈরি করার অনুমতি মিলে যাচ্ছে। এদিকে, আজ ওই আবাসনের মালিকদের সঙ্গে বৈঠকে বসে পুরসভা। সঙ্গে ছিলেন অগ্নিনির্বাপন সহ অন্যান্য দফতরের আধিকারিকরাও। বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা হয়।



চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি বলেন,

গতকালকের অগ্নিকাণ্ডের ঘটনার পর আজ আমরা বৈঠক করেছি। আগামীকাল ওই আবাসনে পরিদর্শনের পর বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি আমরা মডেল রুল তৈরি করতে চলেছি।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments

Couldn’t Load Comments
It looks like there was a technical problem. Try reconnecting or refreshing the page.

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page