top of page

গোয়াল ঘরের আগুনে মৃত ১২ পশু

অগ্নিকাণ্ডে মৃত্যু হল ৪টি গোরু ও ৮টি ছাগলের। রবিবার রাতে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের রামপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। জানা গেছে, স্থানীয় বাসিন্দা শেখ রইফুলের গোয়ালঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলে। দমকল ঘটনাস্থলে পৌঁছনোর আগেই গ্রামবাসীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে সম্পূর্ণ গোয়ালঘরটি পুড়ে যায়। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে চারটি গোরু ও আটটি ছাগলের। হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বিডিও অনির্বাণ বসু ক্ষতিগ্রস্ত শেখ রইফুলকে সরকারি সাহায্যের আশ্বাস দেন।



Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page