top of page

শীতে আগুন পোহাতে গিয়ে মৃত বৃদ্ধা

Updated: Sep 24, 2020

আগুন পোহাতে গিয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার মানিকতলা এলাকায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতার পরিবারে।



অগ্নিদগ্ধ বৃদ্ধার নাম গৌরমণি মণ্ডল (৭৫)। জানা গেছে, কয়েকদিন ধরেই কনকনে ঠাণ্ডার হাত থেকে রক্ষা পেতে বাড়ির সামনে আগুন তাপছিল ওই বৃদ্ধা। বুধবার অসাবধানতাবশত বৃদ্ধার গায়ে আগুন ধরে যায়। পরিবারের লোকেরা অগ্নিদগ্ধ অবস্থায় রাতেই তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। একদিন চিকিৎসা চলার পর বৃহস্পতিবার রাত্রে মৃত্যু হয় ওই বৃদ্ধার।


মৃত বৃদ্ধার ছেলে ফণিভূষণ মণ্ডল জানান, কয়েকদিন ধরেই জেলাজুড়ে প্রবল শীত পড়েছে। ঠাণ্ডার হাত থেকে বাঁচতে মা বাড়ির উঠোনে আগুন পোহাচ্ছিল। সেই সময় অসাবধানতায় আগুন ধরে যায় মায়ের শরীরে। তড়িঘড়ি মাকে উদ্ধার করে মালদা মেডিকেলে ভর্তি করা হয়। গতকাল রাতে মায়ের মৃত্যু হয়।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page