হরিশ্চন্দ্রপুরে অগ্নিকাণ্ডে মাছের আড়ত পুড়ে ছাই
ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল হরিশ্চন্দ্রপুরের হাটখোলা এলাকার বেশ কয়েকটি মাছের দোকান। অল্পের জন্য রক্ষা পেল হরিশ্চন্দ্রপুর থানা ক্যাম্পাস। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, ঘটনার সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হলেও দমকল আসতে দেরি হওয়ায় আগুনে ক্ষতির পরিমাণ খানিকটা বেড়ে গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোর তিনটেয় হাটখোলা বাজারের পশ্চিম দিকে আগুন লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা জল দিয়ে নেভানোর চেষ্টা করেন। তবে হাটের একটি চায়ের দোকানে রাখা দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলে। ঘণ্টা খানেকের মধ্যে দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে একটি চায়ের দোকান সহ বেশ কতকগুলি মাছের আড়ত পুড়ে ছাই হয়ে গিয়েছে। ভোর রাতের এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়।
[ আরও খবরঃ তৃণমূল নেতাকে কুপিয়ে খুন, আহত শাসকদলের আরেক মহিলা ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments