মালদা কলেজের কম্পিউটারে ল্যাবে আগুন, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন
- আমাদের মালদা ডিজিট্যাল

- Nov 28, 2019
- 1 min read
Updated: Sep 5, 2020
মালদা কলেজের কম্পিউটার ল্যাবে আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদা শহরে। দমকলের দুটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ল্যাবে শর্টসার্কিট থেকে আগুনের উৎপত্তি বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এই ঘটনায় কেউ আহত হয়নি।
জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ কম্পিউটার ল্যাবরেটরি থেকে ধোঁয়া বের হতে দেখেন ছাত্রছাত্রীরা। আতঙ্ক ছড়িয়ে পড়ে কলেজ চত্বরে। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত নিয়ে নিশ্চিত নয় কলেজ কর্তৃপক্ষ। দমকলকর্মীদের অনুমান, শর্টসার্কিট থেকে আগুনের উৎপত্তি।
মালদা কলেজের প্রফেসর প্রভাস চৌধুরি জানান, কম্পিউটার ল্যাব থেকে ধোঁয়া বেরতে দেখে দমকলে খবর দেওয়া হয়। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝা যাচ্ছে না। ঘটনার সময় ল্যাব বন্ধ ছিল।













Comments