top of page

হাসপাতাল চত্বর থেকে উদ্ধার ভ্রূণ, চাঞ্চল্য চাঁচলে

হাসপাতাল চত্বর থেকে ফের উদ্ধার মানব ভ্রূণ। এবারে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর থেকে উদ্ধার হয়েছে পুত্র মানব ভ্রূণের দেহ। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। দেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে একটি তোয়ালায় মোড়া কিছু পড়ে থাকতে দেখেন এক ওয়ার্ড বয়৷ সন্দেহ হওয়ায় কাছে যেতেই তাঁর নজরে আসে তোয়ালের ফাঁক দিয়ে ছোট্ট দুটি পা দেখা যাচ্ছে। এরপরেই তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দেন৷ খবর চাউর হতেই স্থানীয় মানুষজন ওই এলাকায় ভিড় জমান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাঁচল থানার পুলিশ৷ ৭-৮ মাস বয়সী ওই পুরুষ মানব ভ্রূণ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়৷

ঘটনার তদন্তে নেমে হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখতে শুরু করে চাঁচল থানার পুলিশ। ক্যামেরার ফুটেজে দেখা যায়, বেলা সাড়ে ১১টা নাগাদ একটি টোটোয় করে কিছু মানুষ সেখানে আসেন। একজন টোটো থেকে নেমে তোয়ালে মোড়ানে ভ্রূণটি সেখানে রেখে ফের টোটোয় উঠে পালিয়ে যান।


চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার সুমিত তালুকদার জানান, হাসপাতালের পিছন দিক থেকে ভ্রূণটি উদ্ধার হয়েছে৷ সিসিটিভির ফুটেজে পুরো ঘটনা ধরা পড়েছে। এটা হাসপাতালের ভ্রূণ নয়৷ ভ্রূণটি বাইরে থেকে এনে এখানে ফেলা হয়েছে৷ পুলিশকে ক্যামেরার ফুটেজ দেওয়া হয়েছে৷ সিসিটিভির ফুটেজ দেখে ওই ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page