top of page

মালদা কলেজ মাঠে ৪০০ পুজো কমিটিকে সংবর্ধনা দিচ্ছে তৃণমূল

জেলা তৃণমূলের পক্ষ থেকে আগামীকাল মালদা কলেজ মাঠে তিনটি ব্লকের প্রায় ৪০০ পুজো কমিটিকে সংবর্ধনা দেওয়া হবে। এই কর্মসূচিকে কেন্দ্র করে জেলা তৃণমূলের পক্ষ থেকে জোর প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যে সেই প্রস্তুতির কাজ খতিয়ে দেখেছেন তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা অনুষ্ঠান কমিটির কো-অর্ডিনেটর নরেন্দ্রনাথ তিওয়ারি সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।



তৃণমূল সূত্রে জানা গিয়েছে, জেলায় প্রায় এক হাজার ২০০ পুজো কমিটিকে সংবর্ধনা জ্ঞাপনের উদ্যোগ নিয়েছে তৃণমূল নেতৃত্ব। এই কর্মসূচিকে চারটি ভাগে ভাগ করেছে তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যে তিন দফার কর্মসূচি শেষ হয়েছে। আগামীকাল চতুর্থ দফায় ইংরেজবাজার, পুরাতন মালদা ও মানিকচক ব্লকের ৪০০ পুজো কমিটিকে সংবর্ধনা জ্ঞাপন করা হবে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page