বজ্রাঘাতে মৃত বাবা-ছেলে
বজ্রাঘাতে মৃত্যু হল বাবা ও ছেলের। মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভূতনি থানার উত্তর চণ্ডীপুর এলাকায়।
মৃত বাবা ও ছেলের নাম দুলাল ঘোষ ও অনুপ ঘোষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অনুপ এবছরই মাধ্যমিক পাশ করেছে। আজ ভোরে ঝড়-বৃষ্টি শুরু হতেই বাড়ি থেকে কিছুটা দূরে থাকা গোরুকে গোয়াল ঘরে নিয়ে আসছিলেন তাঁরা। সেই সময় বজ্রাঘাতে লুটিয়ে পড়েন দু’জনে। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ভূতনি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে, ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
[ আরও খবরঃ মধুচক্রের আসর বসাত বাড়ির গৃহবধূ, পুলিশের হানায় ধৃত ৩ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Commenti