top of page

জামাইকে খুনের চেষ্টার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে

জামাইকে খুনের চেষ্টার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় চাঁচল সুপারস্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত জামাই। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচলের খরবা গ্রামপঞ্চায়েত এলাকায়।


জখম ব্যক্তির নাম মঞ্জুর আলম (৩০)। বাড়ি খরবা পঞ্চায়েত এলাকার রানীপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, চারমাস আগে মনিকান্দারা এলাকার এক যুবতির সঙ্গে বিয়ে হয় মঞ্জুরের। অভিযোগ, গতকাল মঞ্জুর সাহেবকে বাড়িতে ডাকে শ্বশুরবাড়ির লোকজন। বাড়িতে গেলে মেয়েকে ডিভোর্স দেওয়ার জন্য চাপ দেয় শ্বশুর-শাশুড়ি। রাজি না হওয়ায় ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে আঘাত করা হয় মঞ্জুর সাহেবকে। বর্তমানে তিনি চাঁচল সুপারস্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। মঞ্জুর সাহেবের দাবি, স্ত্রীও তাঁর সঙ্গে সংসার করতে চাইছে। কেন শ্বশুর-শাশুড়ি মেয়েকে ডিভোর্স দেওয়ার কথা বলছেন তা তিনি বুঝে উঠতে পারছেন না।



সমস্ত ঘটনা জানিয়ে চাঁচল থানায় অভিযোগ দায়ের করেছেন মঞ্জুর সাহেবের মা। অভিযোগ ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।


[ আরও খবরঃ মোটরবাইকে পিকআপ ভ্যানের ধাক্কা, মৃত বাবা-ছেলে ]



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page