মেয়ের বিয়ের দিন বাড়ি এল বাবার কফিনবন্দি দেহ
মেয়ের বিয়ের দিনই বাবার কফিনবন্দি দেহ এসে পৌঁছল বাড়িতে। ঘটনার জেরে ভেঙে পড়েছেন আত্মীয়স্বজনের পাশাপাশি স্থানীয় লোকজনও। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের কুশিদা গ্রামপঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামে৷
মুকুন্দপুর গ্রামের বাসিন্দা আজিদুল হক রাজমিস্ত্রির কাজ করতেন৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কয়েকমাস আগে পাঞ্জাবে বহুতল আবাসনের নির্মাণের কাজে গিয়েছিলেন। গত সোমবার মোটরবাইকে করে নিজের ঠিকানায় ফেরার পথে উলটো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আজিদুল সাহেবের। স্থানীয় পুলিশ ময়নাতদন্তের পর মৃতদেহটিকে মুকুন্দপুরের উদ্দেশ্যে পাঠায়। আজ সকালে বড়ো মেয়ে রাবেয়ার বিয়ের দিনই আজিদুল সাহেবের কফিনবন্দি দেহ বাড়িতে এসে পৌঁছয়।
স্থানীয় জেলাপরিষদ সদস্য তথা ব্লক তৃণমূলের সভানেত্রী মর্জিনা খাতুন জানান, সোমবারই খবর আসে মুকুন্দপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিক মারা গিয়েছেন৷ আজ ওই শ্রমিকের বড়ো মেয়ের বিয়ে ছিল। তবে ঘটনার খবর পাওয়ার পরেই বিয়ে ভেঙে গিয়েছে। খুব দুঃখজনক ঘটনা৷ আমরা এই পরিবারের পাশে রয়েছি৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments