নিখোঁজ মেয়ের সন্ধান পেতে পুলিশের দ্বারস্থ বাবা
চারদিন ধরে নিখোঁজ মেয়ে। মেয়ের খোঁজ পেতে অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন বাবা। ঘটনাটি হরিশ্চন্দ্রপুর থানার ডাউয়া গ্রামের। হরিশ্চন্দ্রপুর এলাকায় একাধিক অপহরণের অভিযোগের কারণে বেশ আতঙ্কে রয়েছেন পরিবারের লোকজন।
নিখোঁজ মহিলার নাম কোহিনূর খাতুন (২০)। বাড়ি হরিশ্চন্দ্রপুরের ডাউয়া গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, কোহিনূর সামান্য মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায় ২ বছর আগে বিয়ে হয় কোহিনূরের। তাঁদের এক পুত্র সন্তান রয়েছে। গত ১২ তারিখ বাবার বাড়ি থেকে বাসস্ট্যান্ডের দিকে গিয়েছিলেন কোহিনূর। এরপর থেকে আর খোঁজ মেলেনি তাঁর। মেয়ের খোঁজ পেতে অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন বাবা।

কোহিনূরের বাবা কুরবান আলি জানান,
গত ১২ জানুয়ারি থেকে মেয়ের খোঁজ পাচ্ছি না। মেয়ে সামান্য মানসিক ভারসাম্যহীন ছিল। এর আগেও একবার মেয়ের খোঁজ পাওয়া যাচ্ছিল না। সেই সময় অবশেষে মাসির বাড়ি থেকে খোঁজ মেলে মেয়ের। তারপর থেকে মেয়ে স্বাভাবিক ছিল। গত ১২ তারিখ থেকে ফের মেয়ের খোঁজ মিলছে না। মেয়েকে খুঁজে পেতে পুলিশের দ্বারস্থ হয়েছি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments