top of page

মণ্ডিতে ধান বিক্রি করতে না পেরে ক্ষোভে ফেটে পড়ল কৃষকরা

সরকারি কিষান মণ্ডিতে ধান নিয়ে এসেও বিক্রি করতে না পেরে ক্ষোভে ফেটে পড়ল কৃষকরা৷ আজ এই ঘটনা ঘটেছে বামনগোলা কিষান মণ্ডিতে৷ কৃষকদের বিক্ষোভে দুপুর পর্যন্ত মণ্ডিতে উপস্থিত হননি দফতর কিংবা বাজারের কোনও কর্তা৷ ফলে দুপুর পর্যন্ত সেখানে ধান কেনাবেচা শুরু হয়নি৷



কৃষকদের বক্তব্য, গতকাল সন্ধেয় তাঁদের ফোন করে জানানো হয়, আজ থেকে প্রত্যেক কৃষকের কাছ থেকে মাত্র ১০ কুইন্টাল করে ধান কেনা হবে৷ কিন্তু তার আগেই তাঁরা বিভিন্ন যানবাহন ভাড়া করে ধান বোঝাই করে রেখেছিলেন৷ আজ মণ্ডিতে ধান নিয়ে এসে তাঁরা দেখেন, সেখানে বাজার কিংবা দফতরের কোনও কর্তা নেই৷ এদিকে গতকাল সকালেই ফড়েরা তাঁদের বলে দেয়, আজ থেকে ১০ কুইন্টালের বেশি ধান কেউ বিক্রি করতে পারবে না৷ এই কথা থেকেই পরিষ্কার, ফড়েদের সঙ্গে বাজার ও দফতরের লোকজনের যোগাযোগ রয়েছে৷ তাঁদের সাফ কথা, তাঁরা আজ যে ধান নিয়ে এসেছেন, তার সবটা সরকারকে খরিদ করতে হবে৷ তা না হলে তাঁরা কেউ বাজার থেকে সরবেন না৷ এদিকে বিক্ষোভের খবর পেয়ে কিষান মণ্ডিতে পৌঁছয় বামনগোলা থানার পুলিশ৷ তবে এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি৷




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page