top of page

বীজ রাখার বন্ড না পেয়ে জাতীয় সড়ক অবরোধ চাষিদের

আলুর বীজ রাখার জন্য বন্ড না পেয়ে একটি বেসরকারি হিমঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ চাষিদের। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার ভাবুক গ্রামপঞ্চায়েতের চেঁচুমোড় এলাকায়।


চেঁচুমোড় এলাকায় জাতীয় সড়কের ধারে রয়েছে একটি বেসরকারি সংস্থার হিমঘর। সেখানেই বন্ড না পেয়ে চাষিরা কালুয়াদিঘি মোড়ে প্রায় এক ঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করে রাখেন। পাশাপাশি হিমঘর কর্তৃপক্ষকে ঘেরাও করে চলতে থাকে বিক্ষোভ। বিক্ষোভকারী চাষিদের অভিযোগ, ভোর তিনটে থেকে লাইনে দাঁড়িয়েও বন্ড পাননি। মাত্র এক হাজার চাষিদের এদিন বন্ড দেওয়া হয়েছে। কিন্তু এখানে পাঁচ হাজারেরও বেশি চাষিরা আলুর বীজের প্যাকেট নিয়ে জমা হয়েছিলেন। কেন প্রত্যেক চাষিদের বন্ড দেওয়া হল না? এরই প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ। আলুর বীজের রাখার প্রয়োজনীয় ব্যবস্থা না করতে পারলেও সেটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা তাঁদের গ্রাস করছে।



এদিকে, খবর পেয়ে কালুয়াদিঘি এলাকায় পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। মালদা থানার আইসি হীরক বিশ্বাসের আশ্বাসের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


[ আরও খবরঃ স্থানীয় নেতৃত্বকে প্রার্থী করার দাবিতে সরব ব্লক তৃণমূল নেতৃত্ব ]



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page