top of page

১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার ছিঁড়ে কৃষকের মৃত্যু

জমিতে কাজ করতে গিয়ে তড়িতাহত হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরিবারের সদস্যরা প্রৌঢ়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে মালদার ভুতনি থানার দক্ষিণ চণ্ডিপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম নারায়ণপুর গ্রামে।

Farmer Death

মৃত প্রৌঢ়ের নাম ভাদু মণ্ডল, বয়স ৮০। ভাদু মণ্ডল কৃষিকাজ করতেন। পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো এদিন সকালেও জমিতে চাষ করতে যান তিনি। জমি যাওয়ার পথে কাঁচা রাস্তার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ছিল। সেই তারেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ঘটনা গ্রামবাসীদের নজরে আসলে তড়িঘড়ি উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


পরিবারের সদস্যদের অভিযোগ, সোমবার রাতে ঝড়-বৃষ্টির কারণেই হয়তো বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে যায়। বিদ্যুৎ দপ্তর তদারকি করলে এই দুর্ঘটনা হত না। বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণেই প্রৌঢ়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিজনদের। মানিকচক থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়েছে।


প্রতীকী ছবি।


Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page