সময়মত ব্যাঙ্ক ঋণের টাকা দিতে না পেরে কৃষক আত্মঘাতী
চাষের কাজে ট্রাক্টর কেনেন এক কৃষক। এরপর নিয়মিত ঋণের টাকা পরিশোধ করতে না পারায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন সেই কৃষক। শুক্রবার সকালে তাঁর গ্রামের পাশের আমবাগান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় দেহটি। ইংরেজবাজার থানার বুধিয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠায়।
এবছর চাষবাস কম হওয়ায় তাঁর রোজগার কমে যায়। রোজগার না থাকায় দুই মাস যাবৎ ব্যাঙ্কের ঋণ শোধ করতে পারছিলেন না তিনি
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত কৃষকের নাম খালিদুর রহমান, বয়স ২৯। বাড়ি ইংরেজবাজার থানার বুধিয়া এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে ৬ লক্ষ টাকা ঋণ করে একটি ট্রাক্টর কেনেন যুবা কৃষক। কিন্তু এবছর চাষবাস কম হওয়ায় তাঁর রোজগার কমে যায়। রোজগার না থাকায় দুই মাস যাবৎ ব্যাঙ্কের ঋণ শোধ করতে পারছিলেন না তিনি। বৃহস্পতিবার ব্যাঙ্কের কর্মীরা তাঁর বাড়ি যায়। ঋণের টাকা শোধ করার জন্য চাপ দেয় বলে অভিযোগ উঠেছে। এরপর থেকেই এই ঘটনার জেরে মানসিক অবসাদে ভুগছিল খালিদুর। শুক্রবার সকালে সে বাড়ি থেকে বের হয়। তারপর গ্রামের পাশে আমবাগান থেকে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পায় স্থানীয় গ্রামবাসীরা। ইংরেজবাজার থানায় খবর দিলে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে মৃতের পরিবারে।
Comments