top of page

ফণী ঝড়ে মালদার দক্ষিণ-পূর্বে ক্ষতি হতে পারে, সতর্কবার্তা জারি

সাইক্লোন ফণী নিয়ে সতর্কবার্তা জারি করল মালদা জেলা প্রশাসন। জেলাশাসকের সতর্কবাণী অনুযায়ী মালদা জেলার অবস্থান ফণী সাইক্লোনের গতিপথের খুব কাছাকাছি। জেলার দক্ষিণ-পূর্ব অংশ এই ঝড়ে ক্ষতিগ্রস্থ হতে পারে। জেলাশাসক ইতিমধ্যেই জেলার পুলিশ সুপার, সদর ও চাঁচল মহকুমাশাসক, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও বিদ্যুৎ দপ্তরকে তাঁর এই সতর্কবার্তা পাঠিয়েছেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দপ্তরের সূত্র উল্লেখ করে সতর্কবার্তায় বলা হয়েছে যে, এই সাইক্লোন ঝড় আজ মধ্যরাতের যে-কোনো সময় মালদা জেলায় আছড়ে পড়তে পারে এবং তার প্রভাব শনিবার সকাল ১১টা পর্যন্ত থাকতে পারে। জেলার সকল ব্লক আধিকারিকদের সংশ্লিষ্ট থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে। সকল ফেরিঘাটগুলি থেকে আপাতত ফেরি চলাচল নিষিদ্ধ করার নির্দেশ রয়েছে।



এই বিষয়ে জেলাশাসক সকল প্রশাসনিক আধিকারিকদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন। কুঁড়ে ঘরগুলি থেকে লোকজনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার নির্দেশও দিয়েছেন। জেলাবাসীকে ঝড় চলাকালীন বাড়ির ভিতরে থাকতে অনুরোধ করার জন্য মাইকিং করতে নির্দেশ দিয়েছেন।

Commentaires


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page