বেহাল রাস্তায় মেলেনি অ্যাম্বুলেন্স, খাটিয়ায় রোগী নিয়ে ছুটল পরিবার
top of page

বেহাল রাস্তায় মেলেনি অ্যাম্বুলেন্স, খাটিয়ায় রোগী নিয়ে ছুটল পরিবার

রাস্তার অবস্থা এতটাই বেহাল অ্যাম্বুলেন্স আসতে রাজি হয়নি। আসনে কোনো টোটো কিংবা অন্য গাড়িও। অগত্যা খাটিয়াতে রোগীকে কাঁধে নিয়ে যাওয়ার চেষ্টা পরিবারের লোকেদের। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আমাদের মালদা। কোনোমতে ওই রোগী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি ওই গৃহবধূকে। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীর। উপরমহলে জানিয়ে দ্রুত রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন বিডিও। গতকাল বিকেলে ঘটনাটি ঘটেছে বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের মালডাঙা গ্রামে৷


মৃত গৃহবধূর নাম মামনি রায় (১৯)। বাড়ি মালডাঙা গ্রামেই৷ স্বামী কার্তিক রায় কৃষিকাজ করেন৷ পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার থেকে প্রবল জ্বরে ভুগছিলেন মামনি৷ গতকাল দুপুরে শারীরিক অবস্থার অবণতি হতে থাকে। পরিবার লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স খুঁজতে থাকেন। কিন্তু কোনো অ্যাম্বুলেন্স চালক ওই রাস্তা দিয়ে যেতে রাজি হয়নি। এমনকি কোনো টোটো কিংবা ছোটো গাড়িও পাওয়া যায়নি মামনিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। বাধ্য হয়ে তাঁকে খাটিয়ায় তুলে সেই খাটিয়া বাঁশের সঙ্গে বেঁধে কাঁধে নিয়েই হাসপাতালে ছুটতে দেখা যায় পরিবারের লোকেদের। প্রায় ৫ কিলোমিটার রাস্তা পেরিয়ে হাসপাতালে পৌঁছলেও চিকিৎসকরা মামনিকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকরা পরিবারের লোকদেন জানান, ঘণ্টাখানেক আগে হাসপাতালে নিয়ে আনা হলে রোগীকে বাঁচানোর চেষ্টা করা যেত।



এভাবে রোগীকে নিয়ে যাওয়ার সেই ভিডিয়ো সোশ্যায় মিডিয়ায় তুলে ধরেন বিজেপির মহিলা মোর্চার উত্তর মালদা সাংগঠনিক জেলার সহ সভানেত্রী তথা জেলা পরিষদের প্রাক্তন সদস্য বীণা সরকার কীর্তনিয়া৷ সোশ্যাল মিডিয়ায় তিনি দাবি করেছেন, রাস্তা সংস্কারের দাবিতে গ্রামবাসীরা আগেও পথ অবরোধ করেছিল। রাজ্য সরকার এখন পথশ্রী করে বেড়াচ্ছে৷ মালডাঙায় কোথায় সেই পথশ্রী? যদি সত্যিই মানুষের জন্য রাজ্য সরকার কাজ করত তবে এভাবে একজনকে প্রাণ হারাতে হত না।


বামনগোলার বিডিও রাজু কুণ্ডু জানিয়েছেন,

ওই এলাকায় পাঁচ কিলোমিটার বেহাল রাস্তা সংস্কারের দাবিতে গ্রামবাসীরা আন্দোলন করেছিলেন৷ রাস্তাটির জন্য আমরা স্কিম করে উপর মহলে পাঠিয়েছি৷ প্রকল্প অনুমোদন হলেই কাজ শুরু করা হবে৷

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন





বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page