পারিবারিক বিবাদে রাজনৈতিক রং, চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে
দুই ভাইয়ের বিবাদকে নিয়ে রাজনৈতিক টানাপোড়েন হরিশ্চন্দ্রপুরে। দলবল নিয়ে তৃণমূলের হিন্দিভাষী সেলের অঞ্চল সভাপতির বাড়ি ভাঙচুর ও প্রাণের মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপি সমর্থক ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা অর্জুন কেশরী এলাকায় বিজেপি সমর্থক হিসেবে পরিচিত। তাঁর মাসির ছেলে সোনু কেশরী তৃণমূলের হিন্দিভাষী সেলের অঞ্চল সভাপতি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্ভবত, বাড়ি সংস্কার করার জন্য আজ সেই বাড়ি ভাঙার কাজ শুরু করেন অর্জুনবাবুরা। দুই বাড়ির মাঝে একটাই দেওয়াল। সেই দেওয়াল ভাঙা নিয়েই বিবাদ।
সোনুবাবু জানান, বিজেপি নেতা অর্জুন কেশরী বাড়ির ছাদে এসে ভাঙচুর করে। তাঁর মাকে চাকু দেখিয়ে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি তাঁরা পুলিশে জানিয়েছেন। অর্জুন কেশরী বলেন, সমস্ত অভিযোগ ভিত্তিহীন। পরিবারের ইশ্যুকে এখানে পার্টিগত ইশ্যু করা হচ্ছে। এটা তাঁর বাড়ি ছিল। সমস্যার জন্য তিনি এই বাড়ি ভাইকে দিয়ে দিয়েছেন। ওই বাড়িতে তাঁর ভাই সংস্কারের কাজ করছেন। আইনগতভাবে না পেরে ওরা এসব ভিত্তিহীন অভিযোগ করছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments