হাঁসুয়ার কোপে আক্রান্ত মহিলা সহ একই পরিবারের ৩
জমি বিবাদের জেরে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে। এই ঘটনায় মহিলা সহ একই পরিবারের ৩ সদস্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। আজ সকালে হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েতের বৈরাগ গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আহতরা হলেন সমর সিং (৫৫), তাঁর স্ত্রী পার্বতী সিং (৪৮) ও ছেলে তাপস কুমার সিং(৩২)। তাঁদের আড়াই বিঘা জমি রয়েছে। সেই জমির এক বিঘা বেশ কিছুদিন ধরে দখল করে রেখেছে জমি মাফিয়ারা। এই নিয়ে তাদের মধ্যে একটি বিবাদ চলছিল। বাকি জমিতে তারা বেশকিছু আম গাছ লাগিয়ে ছিল। গতকাল রাতে ঝরে সেই গাছগুলি ভেঙে পড়ে। আজ সকালে সেই গাছ সরানোর কাজ শুরু করে পরিবারের সদস্যরা। অভিযোগ, সেই সময় এলাকার জমি মাফিয়া বাহাদুরা দাস সহ তার দলবল সেই জমি দখলের চেষ্টা করে। এরপরই তারা হাঁসুয়া নিয়ে চড়াও হয় সমরবাবু ও তাঁর পরিবারের ওপর। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আহতের পরিবার।
Comentarios