ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, খুনের চেষ্টার অভিযোগ পরিবারের
ভরদুপুরে ব্যবসায়ীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ ইংরেজবাজারে। গুলিবিদ্ধ ব্যবসায়ী বর্তমানে মালদা শহর সংলগ্ন একটি নার্সিংহোমে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের সুস্থানি মোড় এলাকায়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম সফিকুল ইসলাম (৪০)। বাড়ি কালিয়াচক-১ ব্লকের সুজাপুর এলাকায়। সফিকুল সাহেব প্লাস্টিকের ব্যবসা করেন। জানা গিয়েছে, আজ দুপুরে মোটরবাইকে করে মালদা শহরের দিকে আসছিলেন সফিকুল সাহেব। সুস্থানি মোড় এলাকায় কেউ বা কারা সফিকুল সাহেবকে লক্ষ্য করে গুলি চালায়। তাঁর ডান হাতে গুলি লাগে। স্থানীয় লোকজন তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে একটি নার্সিংহোমে ভরতি করেন।
ব্যবসা জনিত বিবাদের কারণে এই ঘটনা ঘটে থাকে পারে বলে মনে করছেন সফিকুল সাহেবের দাদা সাদেক তিনি। তিনি বলেন, বেশ কিছুদিন ধরে ব্যবসা সংক্রান্ত বিষয়ে ভাইয়ের বিবাদ চলছিল। আজ দুপুরে কেউ বা কারা ভাইকে লক্ষ্য করে গুলি চালায়। আমাদের অনুমান সেই ঘটনা থেকে ভাইয়ের ওপর হামলা হয়ে থাকতে পারে।
Comments