পুলিশ কর্তার ভুয়ো অ্যাকাউন্ট, তদন্তে সাইবার ক্রাইম
পুলিশ কর্তাদের ভুয়ো সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলে প্রতারণা চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। এবার মালদার ডিএসপি (ডিএনটি) শুভতোষ সরকারের ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার ফাঁদ পাতার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।
পুরো ঘটনাটি জানিয়ে সোমবার মালদা সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ডিএসপি (ডিএনটি) শুভতোষ সরকার। ঘটনার তদন্তে নেমে বেশ কয়েকটি সূত্র পেয়েছে সাইবার ক্রাইম থানার পুলিশ বলে জানা গিয়েছে। এই ঘটনার পেছনে কোনও বড়ো চক্র জড়িয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
ডিএসপি বলেন, বিষয়টি গতকাল আমার নজরে এসেছে। সম্ভবত তোলা নেওয়ার উদ্দেশ্যে এই ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। সাইবার ক্রাইমে বিষয়টি জানিয়ে তদন্ত শুরু করা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments