ইংরেজবাজারে গ্রেফতার ‘ভুয়ো’ ফার্মাসিস্ট
top of page

ইংরেজবাজারে গ্রেফতার ‘ভুয়ো’ ফার্মাসিস্ট

জাল নথিপত্র দাখিল করে ইংরেজবাজারে এক ওষুধের দোকানে চাকরি করতে আসে যুবক। অভিযোগের ভিত্তিতে ভুয়ো সার্টিফিকেট সমেত সেই যুবককে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। ধৃত যুবককে বৃহস্পতিবার মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।


Fake pharmacist arrested at English Bazar

জাল সার্টিফিকেট সমেত ধৃত যুবকের নাম জয়দেব দাস (২৪)। বাড়ি হাওড়া জেলার বড়গাছিয়া দাসপাড়া এলাকায়। ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায় জানান, গতকাল মালদা জেলা ড্রাগ কন্ট্রোল অফিস থেকে আমাদের থানায় একটি অভিযোগ আসে। সেই অভিযোগের ভিত্তিতে আমাদের থানার পুলিশ সিঙ্গাতলা এলাকা থেকে অভিযুক্ত জাল সার্টিফিকেট সমেত জয়দেব দাসকে ধরে ফেলে। তিনি জানান, ধৃত যুবক গতকাল মালদায় আসে। সিঙ্গাতলা এলাকার একটি ওষুধের দোকানে ফার্মাসিস্টের কাজে নিযুক্ত হওয়ার কথা চলছিল তার। কিন্তু সার্টিফিকেট দেখে দোকানদারের সন্দেহ হয়। তিনি ড্রাগ কন্ট্রোল দফতরে বিষয়টি জানান। জেলার ড্রাগ কন্ট্রোল দফতর সার্টিফিকেট দেখে ভুয়ো বলে এবং ড্রাগ কন্ট্রোল থেকে গতকাল থানায় অভিযোগ জানানো হয়। ধৃত যুবককে বৃহস্পতিবার মালদা জেলা আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page